Police Atrocity Protest Kolkata

থানায় পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ আমহার্স্ট স্ট্রিট থানায়

কলকাতা

থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগ কলকাতায় আমহার্স্ট স্ট্রিট থানার বিরুদ্ধে। জানা গিয়েছে নিহতের নাম অশোক সিং। প্রতিবাদে বুধবার রাতেও থানার সামনে চলছে বিক্ষোভ। 

পরিবার সংবাদমাধ্যমে বলেছে, চুরি যাওয়া মোবাইল ফোন কেনার অভিযোগে অশোক সিংকে থানায় ডাকা হয়েছিল। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের পরিবার বলেছে, থানায় গিয়ে দেখা যায় অশোক সিং পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। পুলিশের কাছে জানতে চাওয়া হয় কী করে হলো। পুলিশ বলে, পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। তা’হলে পুলিশ চিকিৎসার ব্যবস্থা করল না কেন? পড়ে ছিলেন কেন।

একটি ভিডিও’তে মৃতকে পড়ে থাকতে দেখা গিয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ বেড়েছে।

রাজ্যে একাধিক ঘটনায় পুলিশের বিরুদ্ধে থানায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

বুধবার অশোক সিংয়ের পরিজনরাও বিক্ষোভ দেখাচ্ছেন থানার সামনে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন