MUKTADHARA KABITA ACHINTYA SURAL

মুক্তধারা কবিতা / আবার এল রথ

সাহিত্যের পাতা

MUKTADHARA   KABITA  ACHINTYA SURAL 20 JUNE

আবার এল রথ   

অচিন্ত‍্য সুরাল

বলরাম আর সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি
যাবেন প্রভু জগন্নাথ চড়ে রথের গাড়ি
সারাবছর গর্ভগৃহে বন্দিদশা তাই
আষাঢ় এলেই বৃষ্টিভেজা মানুষ দেখা চাই

বিশাল মাপের রশি দিয়ে টান পড়ল রথে
রথ চলল গড়গড়িয়ে বৃষ্টিভেজা পথে
মস্ত বড়ো দুচোখ দিয়ে দেখেন নজর করে
মানুষ, মানুষ, হাজার মানুষ, মন গিয়েছে ভরে
টিপটিপ বৃষ্টি ঝরে, ভিজছে মানুষজন
দৃশ‍্য দেখে আনন্দে তাঁর উতল হল মন

বাচ্চাগুলোর উঁকিঝুঁকি, যাচ্ছে বেজায় ঘেমে
তাদের মাঝে মহাপ্রভু সটান এলেন নেমে
কোঁচড় তাদের ভরিয়ে দিলেন গজা-বাতাসায়
আর কী যেন পেল তারা, তাঁরই ইশারায়

ভক্তিরসের মাখামাখি, রসের বিকিকিনি
প্রভু জানেন, মানুষ আছে বলেই আছেন তিনি

Comments :0

Login to leave a comment