MUKTADHARA KABITA SAJAL SHAYAM

মুক্তধারা কবিতা ঠাকুরের সন্ধানে

সাহিত্যের পাতা

MUKTADHARA   KABITA SAJAL SHAYAM 24 JUNE

কবিতা

ঠাকুরের সন্ধানে

সজল শ্যাম

প্রচন্ড দাবদাহ, মেঘ রদ্দুর খেলা, এসেছি ঠাকুরের খোঁজে এখন বিকেল বেলা,

কবিপক্ষে কৃষ্ণচূড়া কই

কোথায় রাধাচূড়া?

এলোমেলো হাওয়া বলছে

তুমি আজো অধরা!

চারিদিকে শূণ্যতা ভবঘুরে মন, খোয়াই যেন আত্মমগ্ন

নাম সংকীর্তনে,

শব্দে প্রতিশব্দে মিথ্যা ভাষণে

উৎপীড়নে দলদাসরা লজ্জাহীন,

মাটিতে আশমানে আমনে শুধু

হাহাকার, সর্বত্র ঘটনাবহুল

অকারণ প্রেম নিবেদনে!

আমরা ফিরে যাচ্ছি আপনাকে না পেয়ে;

আপনি চিরদিন থাকুন

আমাদের মনে জনসমর্থনে।

চারিদিকে খবরদারি হাওয়া

ঐতিহ্য গৌরবে গর্বিত শান্তিনিকেতন কূটকচালির

কার্যকারণে স্তম্ভিত তালগাছ;

বিমর্ষ ভীত রামকিংকরের

সাঁওতাল রমনী, ঘিরে আছে ক্রীতদাস, সহজ পাঠের সহজ

কথাগুলি নিয়ন্ত্রিত উন্নয়ন চত্বরে,

বটগাছের পাখিরা চঞ্চল ধ্বংসের পূর্ব মূহুর্তে!

তাই ভয় করে সোনাঝুরি যেতে।

Comments :0

Login to leave a comment