মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের। মৃতদের বাড়ি বিহারের কিষানগঞ্জে।
শুক্রবার সন্ধায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার জিন্নাতপুর এলাকায়। জানা গেছে, একটা মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের নাম সম্রাট মাহাতো (৪৫), রতন কুমার শর্মা (৪৩), ওম সাহানি (৪৬)।
ঘটনায় জখম হয়েছেন আরও দুজন। আহতদের কিষানগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সকলের বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার ধরমপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে জিন্নাতপুর এলাকায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। গোয়ালপোখর থানার পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিষানগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। কিষানগঞ্জ ও গোয়ালপোখর থানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Comments :0