অন্যকথা
২৯ শে জুলাই ভারতীয় ফুটবলের সোনালী দিন, বাঙালির আত্মবিশ্বাসের দিনও
জয়ন্ত সিনহা মহাপাত্র
মুক্তধারা
'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল' মান্না দের গলায় ৭০ দশকের এই গান আজও জনপ্রিয় । বাঙালির প্রিয় খেলা ফুটবল । মোহনবাগান বাঙালির আবেগ । মোহনবাগানের পুরো নাম 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব' । ১৮৮৯ সালের ১৫ই আগস্ট এই ক্লাব প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর কলকাতার ভূপেন্দ্রনাথ বসু । এই ক্লাব প্রতিষ্ঠার পিছনে ভারতীয় জাতীয়তাবোধ কাজ করেছিল । ১৯০৪ সালে কোচবিহার কাপে অংশগ্রহণ করে মোহনবাগান প্রথম ট্রফি জেতে । তারপর গ্লাডস্টোন কাপ, ট্রেডস কাপ পরপর জয় লাভ করলেও মোহনবাগানের যে জয় ইতিহাস সৃষ্টি করেছিল তা 'আইএফএ শিল্ড' । ১৯১১ সালের ২৯ শে জুলাই মোহনবাগান় ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২- ১ গোলে পরাজিত করে আইএফএ শিল্ড জয় লাভ করে । দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ি । একটি বিদেশী দলের বিরুদ্ধে মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে বুটপরা ইংরেজ খেলোয়ারদের পরাজিত করেছিল । এই জয় পরাধীন ভারতবাসীর মনে আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধের উদ্বোধন ঘটিয়েছিল । কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় 'মানসী' পত্রিকায় এই জয় স্মরণে একটি গান লেখেন । গানটি সেকালে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল । ' জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়/ অন্তঃপুরে ফুটলো হাসি বঙ্গ রূপসীর/ গোল দিয়েছে গোরার গোলে বাঙালীরা জিত/ আকাশ ছেয়ে উঠেছে উধাও উন্মাদনার গীত ।'
মোহনবাগান ক্লাব ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব । ফেডারেশন কাপ, রোভার্স কাপ , ডুরান্ড কাপ , আই লিগ, জাতীয় ফুটবল লিগ এরকম অজস্র লিগ চ্যাম্পিয়ন হয়েছে । কিন্তু ১৯১১ সালের ২৯ শে জুলাই 'আইএফএ শিল্ড' জয়ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্য মাত্রা বহন করে । এই দিনটিকে স্মরণে রেখে ১৯৮৯ সালে মোহনবাগানের শতবর্ষ উপলক্ষে ভারত সরকার একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল , যা বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে যথেষ্ট গর্বের । শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে 'আইএফএ শিল্ড' জয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছিল । এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ রেখে উন্মাদনার সঙ্গে 'মোহনবাগান দিবস' পালিত হয় প্রতিবছর । ২৯ শে জুলাই বাঙালি ফুটবল প্রেমীদের কাছে শুধুমাত্র একটি দিন নয়, শিবদাস , হাবুল , মনমোহনদের শ্রদ্ধা জানানোর দিন , বাঙালির আত্মবিশ্বাসের দিনও ।
মন্তব্যসমূহ :0