ANAYAKATHA — JOYANTA SINGHA MAHAPATRA | GOLDEN DAY FOOTBALL 29 JULY 1911 MOHUNBAGAN — MUKTADHARA | SUNDAY 28 JULY 2024

অন্যকথা | জয়ন্ত সিনহা মহাপাত্র | ২৯ শে জুলাই ভারতীয় ফুটবলের সোনালী দিন, বাঙালির আত্মবিশ্বাসের দিনও — মুক্তধারা | রবিবার ২৮ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

ANAYAKATHA  JOYANTA SINGHA MAHAPATRA  GOLDEN DAY FOOTBALL 29 JULY 1911 MOHUNBAGAN  MUKTADHARA  SUNDAY 28 JULY 2024

অন্যকথা

২৯ শে জুলাই ভারতীয় ফুটবলের সোনালী  দিন, বাঙালির আত্মবিশ্বাসের দিনও

জয়ন্ত সিনহা মহাপাত্র

মুক্তধারা 

 

'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল' মান্না দের গলায় ৭০ দশকের এই গান আজও জনপ্রিয় । বাঙালির প্রিয় খেলা ফুটবল । মোহনবাগান বাঙালির আবেগ । মোহনবাগানের পুরো নাম 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব' । ১৮৮৯ সালের ১৫ই আগস্ট এই ক্লাব প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর কলকাতার ভূপেন্দ্রনাথ বসু । এই ক্লাব প্রতিষ্ঠার পিছনে ভারতীয় জাতীয়তাবোধ কাজ করেছিল । ১৯০৪ সালে কোচবিহার কাপে অংশগ্রহণ করে মোহনবাগান প্রথম ট্রফি জেতে । তারপর গ্লাডস্টোন কাপ, ট্রেডস কাপ পরপর জয় লাভ করলেও মোহনবাগানের যে জয় ইতিহাস সৃষ্টি করেছিল তা 'আইএফএ শিল্ড' । ১৯১১ সালের ২৯ শে জুলাই মোহনবাগান়  ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২- ১ গোলে পরাজিত করে আইএফএ শিল্ড জয় লাভ করে । দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ি । একটি বিদেশী দলের বিরুদ্ধে মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে বুটপরা ইংরেজ  খেলোয়ারদের পরাজিত করেছিল । এই জয় পরাধীন ভারতবাসীর মনে আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধের উদ্বোধন ঘটিয়েছিল । কবি করুণানিধান  বন্দ্যোপাধ্যায় 'মানসী' পত্রিকায় এই জয় স্মরণে  একটি গান লেখেন । গানটি সেকালে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল । ' জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়/ অন্তঃপুরে ফুটলো হাসি বঙ্গ রূপসীর/ গোল দিয়েছে গোরার গোলে বাঙালীরা জিত/ আকাশ ছেয়ে উঠেছে উধাও উন্মাদনার গীত ।'

                  মোহনবাগান ক্লাব ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব । ফেডারেশন কাপ, রোভার্স কাপ , ডুরান্ড কাপ , আই লিগ, জাতীয় ফুটবল লিগ এরকম অজস্র লিগ চ্যাম্পিয়ন হয়েছে । কিন্তু ১৯১১ সালের ২৯ শে জুলাই 'আইএফএ শিল্ড' জয়ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্য মাত্রা বহন করে । এই দিনটিকে স্মরণে রেখে ১৯৮৯ সালে মোহনবাগানের শতবর্ষ উপলক্ষে ভারত সরকার একটি  স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল , যা বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে যথেষ্ট গর্বের । শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে 'আইএফএ শিল্ড' জয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছিল । এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ রেখে উন্মাদনার সঙ্গে 'মোহনবাগান দিবস'  পালিত হয় প্রতিবছর । ২৯ শে জুলাই বাঙালি ফুটবল প্রেমীদের কাছে শুধুমাত্র একটি দিন নয়, শিবদাস , হাবুল , মনমোহনদের শ্রদ্ধা জানানোর দিন , বাঙালির আত্মবিশ্বাসের দিনও ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন