NCERT syllabus modification

এবার পর্যায় সারণি ছেঁটে দিল এনসিইআরটি

জাতীয়

চার্লস ডারউইনের পর এবার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ (এনসিইআরটি) নবম ও দশম শ্রেণির রসায়নের পাঠক্রম থেকে বাদ দিল পর্যায় সারণি। করোনা অতিমারির পরবর্তি সময়ে পড়ুয়াদের কাঁধ থেকে পড়ার বোঝা নামানোর অজুহাতে পাঠক্রম থেকে একের পর এক গুরত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে চলেছে এনসিইআরটি। এই নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে তাদের। কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় শিক্ষায় গৈরিকীকরন হয়ে চলেছে ক্রমাগত। এর আগে ইতিহাস থেকে মোঘল সাম্রাজ্য বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছে ধর্ম বৈষম্য রুখতে মহাত্মা গান্ধির ভুমিকা, সংবিধান গঠনে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা, আরএসএসকে নিষিদ্ধ করার ইতিহাস সহ ডারউইন মতবাদ। এবার বাদ পড়ল পর্যায় সারণি।


এনসিআরটি অবশ্য বলেছিল পাঠক্রম থেকে এই বিষয় গুলো বাদ দেওয়া হয়েছে সাময়িক ভাবে। অখন অবশ্য তারা জানিয়েছে এটাই চুড়ান্ত সিদ্ধান্ত। বৈজ্ঞানিক ও শিক্ষক-শিক্ষিকারা পর্যায় সারণিকে পাঠক্রম থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের মতে প্রযায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিজ্ঞান নিয়ে পড়লেই জানতে হবে আর নইলে নয় এই যুক্তি পড়ুয়াদের জন্য অত্যন্ত খারাপ বলে মনে করছে তারা। এর ফলে পড়ুয়ারা অনেকাংশেই পিছিয়ে যাবে বলে মত তাদের। এনসিআরটি এই নিয়ে প্রকাশ্যে না জানলেও পক্ষান্তরে তাদের যুক্তি যে সব ছাত্র ছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেনীতে বিজ্ঞান নিয়ে পড়বে তারাই পর্যায় সারণী পড়বেন নবম ও দশম শ্রেনীতে। বাকিদের পড়ার প্রয়োজনিয়তা নেই বলেই মনে করছে এনসিআরটি।

Comments :0

Login to leave a comment