বই
এঙ্গেলসের প্রতি শ্রদ্ধার্ঘ্য
প্রদোষকুমার বাগচী
মুক্তধারা
মার্কসীয় বিশ্ববীক্ষার পরিপূর্ণতা এসেছিল এঙ্গেলসের হাতে। সেই এঙ্গেলসের সঙ্গে অগ্রণী বাঙালির প্রথম পরিচয় ঘটান
অধ্যাপক বিনয়কুমার সরকার। তিনি বাংলায় এঙ্গেলসের ‘ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে’র অনুবাদ
করেছিলেন সবার আগে। সেটা ১৯২৪ সালের কথা। তার প্রায় একশো বছর পর একবিংশ শতকের কুড়ির দশকে রামকৃষ্ণ
ভট্টাচার্য অনেকটা সেইরকম চেতনায় শান দেওয়ার এঙ্গেলসের নতুন পরিচয় প্রদানের কাজ করে রাখলেন ‘এঙ্গেলস : দুশ
বছর পেরিয়ে’ শীর্ষক বইটির মাধ্যমে। ফ্রেডারিক এঙ্গেলসের জন্মের দুশো বছর উপলক্ষে লেখকের শ্রদ্ধার্ঘ্য এই বইটি।
মার্কসের সমাধির পাশে দাঁড়িয়ে এঙ্গেলস তাঁর দুটি প্রধান আবিষ্কারের কথা বলেছিলেন। বর্তমান গ্রন্থের লেখক
বলছেন,এঙ্গেলসের ক্ষেত্রেও তেমন দুটি কথা বলা চলে। কারণ তিনিই প্রথম মার্কসবাদকে প্রণালি বা সিস্টেমের পরিবর্তে
পদ্ধতি বা মেথোড হিসাবে দেখাতে চেয়েছেন। এটি তাঁর প্রথম আবিষ্কার। আর সাহিত্য সমালোচনার পদ্ধতি তাঁর দ্বিতীয়
আবিষ্কার। এরকম চিত্তাকর্ষকভাবেই ১৫টি অতি সংক্ষিপ্ত প্রবন্ধে এঙ্গেলসকে চিনিয়ে দেওয়ার প্রয়াস করেছেন লেখক।
এঙ্গেলস : দুশ বছর পেরিয়ে
রামকৃষ্ণ ভট্টাচার্য। আর বি এণ্টারপ্রাইসেস।
১/১৬ চিত্তরঞ্জন কলোনি। কলকাতা—৭০০ ০৩২। ১৫০ টাকা।
Comments :0