Congress

‘সংবিধান পাঠ’ কংগ্রেসের, বহুত্বের ধারা রক্ষার আহ্বান

রাজ্য কলকাতা

জমায়েত করে সংবিধান পাঠ করল প্রদেশ কংগ্রেস। শনিবার ধর্মতলার রানী রাসমণি রোডে সংবিধানের প্রস্তাবনা পাঠ কর্মসূচিতে বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু- চার ভাষাতেই সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। 
কর্মসূচিতে ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সহ নেতৃবৃন্দ। 
এদিন ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠের’ কর্মসূচিতে মঞ্চ বাধার অনুমতি দেয়নি সেনা। সেনার তরফে বলা হয় সামনে বড়দিন রয়েছে, তাই অনুমতি দেওয়া যাবে না। 
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, গত ৭ ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল সেনা। অথচ সংবিধান পাঠের কর্মসূচিতে অনুমতি না পাওয়া খুবই দুঃখজনক। লরির ওপর মঞ্চ বেঁধে এদিনের কর্মসূচি করেন কংগ্রেস নেতৃত্ব। 
প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রী ও তার দল সংবিধান অবমাননা করছে। সংবিধান কোনও ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি, কোন জাতির ভিত্তিতে তৈরি হয়নি। ভারতের বহুত্ববাদকে সামনে রেখেই সংবিধান তৈরি করেছিলেন। বিজেপি-আরএসএস ভারতের বহুত্ববাদ ও সংবিধানের ওপর আক্রমণ চালাচ্ছে। ভারতের ঐক্য সংহতি ও সম্প্রীতি রক্ষা করতে হলে সংবিধানকেও রক্ষা করতে হবে। 
শুভঙ্কর সরকার বলেন, ভারতের বৈচিত্রকে রক্ষা করতে হলে সংবিধানকে রক্ষা করতে হবে।

Comments :0

Login to leave a comment