বাংলাদেশের নতুন করে উগ্র মৌলবাদী হিংসার প্রতিবাদে মিছিল হলো পানিহাটি থেকে বিটি রোড পর্যন্ত। সিপিআই(এম)’র তিনটি এরিয়া কমিটির আহ্বানে হয়েছে এই মিছিল। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন অংশে হয়েছে এমন প্রতিবাদ মিছিল। ত্রিপুরাতেও হয়েছে প্রতিবাদ।
শনিবারও অস্থিরতা রয়েছে বাংলাদেশে। প্রতিবাদ জানানো হয়েছে সংবাদপত্রের অফিস ভাঙচুর এবং সাংবাদিক হত্যারও।
প্রতিবাদ এবং ধিক্কার মিছিলটি শুরু হয় পানিহাটি ইন্দ্রলোক পার্টি অফিস থেকে। সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর ব্রিজ সোদপুর স্টেশন রোড হয়ে বিটি রোড পিয়ারলেস নগরের সামনে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা অনির্বাণ ভট্টাচার্য, আশুতোষ ঘোষ, নীলমণি বিশ্বাস সহ ছাত্র-যুব-মহিলা নেতৃবৃন্দ।
CPI(M) Rally Bangladesh
বাংলাদেশে হিংসার প্রতিবাদে মিছিল পানিহাটিতে
×
Comments :0