Smog in Delhi

ধোঁয়াশার জের দিল্লিতে, দিনেও জ্বালাতে হচ্ছে হেডলাইট

জাতীয়

দিল্লির জনজীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে ধোঁয়াশা। শনিবার সকালে ঘন কুয়াশা সহ ধুলোর চাদরে ঢেকে গিয়েছে দিল্লি সহ তৎসংলগ্ন অঞ্চল। এদিন সকালে দিল্লির বায়ুর গুণমানের সূচক ৩৮০ পেরিয়ে যায়। যাকে অত্যন্ত খারাপ বলেই উল্লেখ করছে  কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড। বায়ুদূষণের জেরে গোটা দিল্লির  দৃশ্যমানতা এতটাই হ্রাস পায় যে  দিনের আলোতে ও রাতের অন্ধককের নেমে আসে। যা জনজীবনে ব্যাপক প্রভাব পরে। 
পাশাপাশি, এদিন দিল্লির বহু অংশে ব্যাপক বায়ুদূষণ প্রত্যক্ষ্য করে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে,একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে যায়। বায়ুদূষণের জেরে এদিন দিল্লির সরকারি ও বেসরকারি স্কুলগুলির নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস অনির্দিষ্টকালেফার জন্য বন্ধ রাখা হয়। পাশাপাশি, সরকারি-বেসরকারি স্কুল মিলিয়ে প্রায় ১০,০০০ টি বায়ু পরিশোধন যন্ত্র বা এয়ার পিউরিফায়ার  বসানোর সিদ্ধান্তও নিয়েছে দিল্লি প্রশাসন। এদিন দিল্লির সরকারি এবং বেসরকারি অফিসগুলিও তাদের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার কথা বলে।

দূষণের জেরে  দিল্লির দৃশ্যমানতা এতটা হ্রাস পায় যে বিমান , রেল এবং যান চলাচলেও তার প্রভাব পরে। ধোঁয়াশার জেরে এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০০ টির বেশি বিমান বাতিল করা হয়। পাশাপাশি ৩০টির ও বেশি ট্রেন এদিন ৩ থেকে ৪ ঘন্টা দেড়িতে চলেছে। এমনকি চালকদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতেও দেখা যায়। এদিন দৃশ্যমানতা এতটাই হ্রাস পায় যে ধোঁয়াশার চাদরের না কি কার্যত ভ্যানিশ হয়ে যায় দিল্লির তাজমহল। 

Comments :0

Login to leave a comment