পূজা বোস
মহিলাদের ওপর অত্যাচার চললেও পুলিশের কাছে তার হিসাব নেই। মুখ্যমন্ত্রীর কথায় চলছে পুলিশ। অন্যায়ের বিরুদ্ধে লড়ে নেবেন মহিলারাই।
রবিবার ধর্মতলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই মর্মে বলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ।
মহিলা সমিতির রাজ্য ৩০তম সম্মেলনকে কেন্দ্র করে এই সমাবেশে রয়েছেন বৃন্দা কারাত, মারিয়াম ধাওলে, জাহানারা খান, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ।
কনীনিকা ঘোষ বলেন, আমরা বারবার আমাদের অধিকারের জন্য লড়াই করেছি। অন্ধকার কাটিয়ে এগিয়ে এসেছি। সন্ত্রাসকে পরাস্ত করতে মেয়েরা প্রত্যেক দিন আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের পতাকা হাতে নিয়ে লড়াই চলেছে।
তিনি বলেন, গোটা দেশে বিজেপি-আরএস এস আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিচ্ছে। মনুবাদী অনুশাসন চালিয়ে মহিলাদের দমিয়ে রাখতে চাইছে। গোটা উপমহাদেশে চক্রান্ত চালাচ্ছে। বাংলাদেশে মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছে। প্রথম আলো পত্রিকার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’ এবং ‘ছায়ানটের‘ ওপর হামলা হয়েছে। আমাদের লড়াই মৌলবাদের বিরুদ্ধে। যে কোনও দেশে মৌলবাদ চললে আমরা তার প্রতিবাদ চালাবো।
ঘোষ বলেন, প্রতি ঘণ্টায় ৫ জন মেয়ে নিখোঁজ হচ্ছে। কিন্তু পুলিশের কাছে তার হিসাব নেই। পুলিশ তার ‘মিস্ট্রেস'- র কথা অনুযায়ী চলছে। আমরা বলছি আপনারা দলদাস থাকুন, মহিলারা নিজেরাই নিজেদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে।
তিনি বলেন, আমরা সমকাজে সমমজুরির কথা বলছি। অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান নেই, নিরাপত্তা নেই, পেনশন নেই মহিলাদের, এমনকি তাঁদের সামাজিক সুরক্ষাটুকু নেই। কর্মক্ষেত্র যৌন হয়রানি হচ্ছে। এসবের পরেও ‘মাননীয়া’ যখন মেয়েদের দাম ঠিক করে দেন তখন আমাদের মাথা হেঁট হয়ে যায়।
কনীনিকা ঘোষ বলেন, সব জায়গায় দুর্নীতি চলছে, আর মানুষের রুটি রুজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আরজি কর হাসপাতালে ধর্ষিত নিহত চিকিৎসকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা যাওয়া-আসার রাজনীতি করেন তারা আজ ‘তিলোত্তমা’-কে বোন বলছেন। আমরা বলছি যদি তমন্না, বিলকিস বানুকে বিচার দিতে পারেন তবেই তিলোত্তমা আপনাদের বোন হবে।
Comments :0