স্থানীয় সময় শনিবার বিকেল চারটে নাগাদ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে সমাহিত করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাড়াও ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে সংসদ ভবনের সামনে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। বিশৃঙ্খলা সেখানেও থেমে থাকে না, অনেকেই দৌড়ে ঢোকার চেষ্টা করেন জাতীয় সংসদ ভবনে। পরে সেনাবাহনীর হস্তক্ষেপে তাদের নিয়ন্ত্রণ করা হয়। সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বেলা আড়াইটা নাগাদ এ্ই ঘটনাটি ঘটে।
উল্লেখ্য; গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার বিজয়নগর ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওই দিন থেকে উন্মত্ততার সুযোগ নিয়ে একাধিক জায়গায় নাশকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নানা মুসলিম মৌলবাদী সংগঠন। ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’-এ ভাঙচুর চালায় দুষ্কৃতী বাহিনী। বাদ্যযন্ত্র ভাঙচুর, বইপত্র পোড়ানো সহ রবীন্দ্রনাথ, লালন শাহ সহ নানা শিল্পী ও মনীষীর প্রতিকৃতি ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে এর প্রতিবাদে নামায় এদিন রাতেই বাম-মনস্ক সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’-র দপ্তরে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
নানা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের দপ্তরেও হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ছাত্র-যুব দপ্তরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দেশজুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিতে তৈরি নানা সৌধ ভাঙা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। আওয়ামি লিগ বা বাম মনস্ক নানা ব্যক্তির বাড়ি ও দোকানে হামলার ঘটনা ঘটে। একাধিক জায়গায় লুটপাট চলেছে। বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, সংবাদ মাধ্যমের দপ্তর, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মহাফেজখানা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়েছে উন্মত্ত দুষ্কৃতি বাহিনী। খুলনা, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত ভারতীয় উপ দূতাবাসে আক্রমণ করা হয়েছে। একাধিক জেলায় সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। উন্মত্ত জনতার তাণ্ডবের মধ্যেই বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ। শুক্রবার গভীর রাতে বাংলাদেশের চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ির দরজায় তালা লাগিয়ে ভিতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় বিএনপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই নেতার সাত বছর বয়সী শিশুকন্যা আয়েশা বেগমের। বিএনপি নেতা নিজে এবং তাঁর আরও দুই নাবালিকা কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বেলাল হোসেন।
Bangladesh
ঢাকায় শেষকৃত্য হাদির, বিএনপি নেতার বাড়িতে আগুনে মৃত্যু শিশুর
×
Comments :0