Uluberia Fire

উলুবেড়িয়ায় আগুনে পুড়ে মৃত ৪

রাজ্য জেলা

মনিরুল হক: উলুবেড়িয়া

শীতের রাতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু একই পরিবারের চারজনের। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁওড়ায়া সিং পাড়ায়। 
পুলিশ জানিয়েছে মৃতদের নাম দূর্যোধন দলুই(৭৫) দুধকুমার দলুই(৪২) অর্ঢনা দলুই(৩৮) এবং নবম শ্রেণির ছাত্রী শম্পা দলুই (১৪)।  একটা ঘরের মধ্যে চারজন শুয়েছিল। দুধকুমার ইলেকট্রিকের কাজ করতেন এলাকায়। জানা গিয়েছে বেড়ার দেওয়াল ও অ্যাসবেসটসের চাল ছিল। ফলে বাড়িতে দ্রুত আগুনের গ্রাসে চলে যায়। প্রাথমিকভাবে দমকলের অনুমান বৈদ্যুতিক কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত করছে দমকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গঙ্গাপুজো উপলক্ষে সাঁওড়িয়া বিশালক্ষীতলায় একটি অনুষ্ঠান হচ্ছিল। সেখানে অনুষ্ঠান দেখতে বেশিরভাগ লোক চলে গিয়েছিলেন। এলাকায় খুবই কম লোক ছিল। রাত বারোটা নাগাদ আগুন লাগে। শীতকালে তাই সকলে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে থাকাই প্রথমে কেউ বুঝতে পারেনি। 
দুধকুমারের জ্যাঠতুতো দাদা প্রথমে দেখতে পান ভাইয়ের ঘরটা দাউ দাউ করে জ্বলছে। তিনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে  সকলকে ডেকে তোলেন। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে গোটা বাড়িটাই আগুনের গ্রাসে চলে যায়। খবর দেওয়া হয় থানায় এবং দমকলে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। তারা আগুন নিয়ন্ত্রণ করে। দুটি কামরা ছিল। একটি কামরায় দুধকুমারের বাবা ঘুমিয়ে ছিলেন এবং অন্য কামরায় দুধকুমার তাঁর স্ত্রী এবং তাঁর মেয়ে ঘুমিয়ে ছিলেন। সকলের দেহ পুড়ে কার্যত দলা পাকিয়ে যায়। দমকল ও পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কি কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ থেকেই কোন কারণে আগুন লেগেছে। তবে দমকল ও পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে।
দুধকুমারের একটি ছেলে ওড়িশায় কাজ করেন। তাঁকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment