বইকথা
এক বাঁ-হাতি পেসারের লড়াইয়ের আখ্যান
সুবিনয় মিশ্র
নতুনপাতা
কত ক্রিকেটার উঠে আসে। বড় হয়। তারকার মর্যাদা পায়। আবার কতজন ঝরে যায় অলক্ষ্যেই। ‘আগুনের পথ পেরিয়ে’
এমনই এক ক্রিকেটারের গল্প বলে। একজন মহিলা ক্রিকেটার। বাঁ-হাতি পেসার। আর তাঁকে ঘিরে আবর্তিত হতে থাকা
কতগুলি চরিত্র। যাঁরা সফল ক্রিকেটারের নামের আড়ালে থেকে যান। তাঁদের নিজস্ব গল্পও স্বতন্ত্র ভাবে ঘুরে ফিরেছে দুই
মলাটের মাঝের ১৬০ পৃষ্ঠায়।
সেই সব চরিত্রদের দুঃখ, যন্ত্রণা,হতাশা,বাধার পাহাড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার গল্প এই ক্রীড়া-উপন্যাস। সবার স্বপ্নকে
নিজ কাঁধে বয়ে এগিয়েছে মুখ্যচরিত্র তিতির। বয়ঃসন্ধিকালে থাকা এক ক্রিকেটার। কৈশোর থেকে তারুণ্যে পা দিতে চলা
জীবনে ওঠা-নামা, ভাঙা-গড়া চলেছে সারাক্ষণ। তিতির যেমন সাফল্যের দিকে এগিয়েছে, তাঁর সঙ্গে বড় হয়েছে একজন
ক্রীড়া সাংবাদিকের জীবনও। পেশাদার ক্রীড়া সাংবাদিক জীবনের টানাপোড়েনের গল্পও বলেছে অভিষেক সেনগুপ্ত’র এই
উপন্যাস। ক্রিকেটের মূলমন্ত্র টাইমিং। এদেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা যখন ক্রমশ বাড়ছে। সেই সময় এই বই
নিঃসন্দেহে পাঠকমনে সঠিক টাইমিংয়েই স্ট্রাইক করবে।
আগুনের পথ পেরিয়ে
অভিষেক সেনগুপ্ত। বিস্বর্গ প্রকাশন। কলকাতা ৭০০০২৯। দাম ১২৫ টাকা।
Comments :0