DEATH BODY

হাওড়ার জগাছায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার

জেলা

আবাসন থেকে দেহ উদ্ধার একই পরিবারের তিন সদস্যের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত হাট পুকুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনজন। 
আবাসনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছেলে ও বৃদ্ধ মা-বাবার মৃত দেহ। শিবালয় অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে থাকতেন তাঁরা। মাত্র কয়েক বছর আগে আবাসনে একটি ফ্লাট কিনে স্ত্রী, পুত্রকে সাথে নিয়ে বসবাস শুরু করেন বলরাম খাঁ। বছর ৫৬ বলরাম খাঁ এলআইসির এজেন্ট এজেন্ট ছিলেন। তাঁর স্ত্রী শেলী খাঁ ছিলেন ডাক বিভাগের কর্মী। বছর ৩৩ ছেলে সম্বিতও একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানান বলরাম খাঁ ও তাঁর স্ত্রী আবাসনের অন্যান্য বাসিন্দাদের সাথে মেলামেশা করলেও তাদের ছেলে আবাসনের কারুর সাথেই মেলামেশা করতেন না। জানা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে ফোন করলে, কেউ ফোন ধরেনি। তারপর শেলির বোন স্বাতী মিত্র দিদির ফ্ল্যাটে গিয়েছিলেন। কিন্তু অনেক ডাকাডাকি করেও কেউ সাড়া দেননি। তারপরই পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগাছা থানার পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা। ঘর থেকে উদ্ধার করা হয়ে তাঁদের দেহ। স্বামী-স্ত্রী একটি ঘরে ও পাশের একটি ঘরের বিছানায় ছেলের নিথর দেহ পড়ে ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক জাতীয় বিষ খেয়ে সোমবার রাতেই আত্মঘাতী হয়েছেন তিনজন। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। কী কারণে একই পরিবারের তিনজন আত্মহত্যা করলেন তা জানতে তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ।

 

 

 

Comments :0

Login to leave a comment