ELEPHANT DEATH MAAL

এবার মালে ধান খেতের পাশে হাতির দেহ

জেলা

লিম্বু বস্তিতে শনিবার পড়ে থাকা হাতির দেহ। ছবি: প্রশান্ত সিকদার

জলপাইগুড়ির মাল ব্লকের তুরিবারি লিম্বু বস্তিতে ধান খেতের পাশে শনিবার এক পুরুষ হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন দপ্তরের এক আধিকারিক জানান কী কারণে হাতিটির মৃত্যু হল তা জানতে হাতির দেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে গত কয়েকদিনে একাধিক হাতির মৃত্যুতে উদ্বেগ রয়েছে এলাকায়।

এর আগে শারদোৎসবের দশমীর রাতো ধানের লোভে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক হাতির। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি গ্রামে। স্থানীয় গ্রামবাসীরা হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন।

বানারহাট থানার নিউ ডুয়ার্স চা বাগানে মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক হস্তিশাবকের। কয়েকদিন আগে এই ঘটনায় চা বাগানের নালায় পা পিছলে কোনও ভাবে পড়ে গিয়েছিল হাতিটি। সঙ্গীরা তাকে তোলারও চেষ্টা করেছিল। তাতে আরও মাটি ধসে নিচে পড়ে। চাপা পড়ে যায় শিশুটি।

Comments :0

Login to leave a comment