Coalfield Express

অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনার হাত থেকে পেলেন কোলফিল্ড এক্সপ্রেসের যাত্রীরা

রাজ্য

Coalfield Express

প্যান্টোগ্রাফ ভেঙে চলার পথেই থমকে গেল হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস।
বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কোলফিল্ড এক্সপ্রেসের যাত্রীরা।
 
বুধবার হাওড়া স্টেশন ছাড়ার কিছু পরেই কোলফিল্ড এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তারের সঙ্গে জড়িয়ে যায়। ফলে কোলফিল্ড এক্সপ্রেসের কামরাগুলিতে আকস্মিক ঝাঁকুনি হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোলফিল্ড এক্সপ্রেস চলা বন্ধ হয়ে যায়। যার জেরে বিকেল সাড়ে ৫টা থেকে এক্সপ্রেস ট্রেনটি বামনগাছির কাছে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এর ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সন্ধ্যা ৭টা নাগাদ আবার কোলফিল্ড এক্সপ্রেস চালু হয়।

সম্প্রতি বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তাই কোলফিল্ড এক্সপ্রেসের এই ঘটনা রেলের গাফিলতি বলে অভিযোগ যাত্রীদের।

রেল সূত্রে জানা গিয়েছে, কোলফিল্ড এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে জড়িয়ে যায় ওভারহেড তারের সঙ্গে। ঘটনাস্থলে টাওয়ার ভ্যান পাঠায় রেল। ছুটে যান ইঞ্জিনিয়াররাও। দ্রুত শুরু হয় প্যান্টোগ্রাফ মেরামতির কাজ। যদিও ৭টার আগে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। ওই সময়ের মধ্যে অন্য লাইন দিয়ে ট্রেন চালানো হয়েছে।

Comments :0

Login to leave a comment