Combodia Opposition Leader Jailed

কম্বোডিয়ায় বিরোধী নেতার ২৭ বছরের জেল

আন্তর্জাতিক

রায় ঘোষণার আগে আদালতের পথে তখন সখা।

বিরোধী নেতা কিয়েম সখার ২৭ বছরের জেলের সাজা দিল কম্বোডিয়ার আদালত। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৭’তে গ্রেপ্তার করা হয় সখাকে। নম পেনের নগর আদালত সাজা ঘোষণা করেছে শুক্রবার। 

সখার বিরুদ্ধে অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্র প্রেমী’ শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের সরকার ফেলার ষড়যন্ত্রে জড়িত তিনি। ২০১৩’তে একটি ভিডিও বেরিয়েছিল। সখাকে সেখানে এমন দাবি করতে শোনা গিয়েছে বলে আদালতে দাবি করে প্রশাসন। 

সখা, একাংশের মতে, কম্বোডিয়ার সবচেয়ে পরিচিত বিরোধী নেতা। তাঁর গ্রেপ্তারি এবং সাজা ঘোষণার সম্ভাবনা থাকায় উদ্বেগ জানায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশন। কম্বোডিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার কথা জুলাইয়ে। প্রধানমন্ত্রী হান সেন ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 

হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠনের অভিযোগ, পথের কাঁটা সরাতে সাজানো মামলায় সাজা দেওয়া হলো বিরোধী নেতাকে। নম পেনের আদালত সখাকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। 

কম্বোডিয়ার ন্যাশনাল রেসকিউ পার্টির নেতা ছিলেন সখা। তাঁকে গ্রেপ্তার করা পর দলও উঠে যায়। হান সেন ১৯৮৫ থেকে প্রধানমন্ত্রী পদে আসীন।

  

Comments :0

Login to leave a comment