ANUBRATA DELHI

দিল্লি হাইকোর্টেও সুরাহা হলো না অনুব্রতের

রাজ্য জেলা

ANUBRATA DELHI

দিল্লি যাত্রা ঠেকাতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পাচার কাণ্ডের জেরে হাইকোর্টে দায়ের করেছেন আবেদন। লক্ষ্য, যাতে কেন্দ্রীয় সংস্থা ইডি দিল্লি নিয়ে যেতে না পারে। 

শুক্রবার দিল্লি হাইকোর্টেও অনুব্রত মণ্ডলের আবেদন গ্রাহ্য করা হয়নি। তৃণমূল নেতারা এখন যুক্তি দিচ্ছেন, কলকাতায় ইডি’র দপ্তর থাকতে দিল্লি কেন নিয়ে যেতে হবে। 

এদিন আসানসোলের বিশেষ আদালত ১৭ মার্চ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেয় অনুব্রতর। জেল হেপাজতে থাকলে ইডি’র দিল্লিতে নিয়ে যেতে আইনি বাধা নেই। 

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত অনুব্রতকে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আগেই। কেন তাঁকে হাজির করানো হচ্ছে না আদালত সে প্রশ্ন তোলে ইডি’র আইনজীবীকে। এরপরই নতুন দফায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে তৎপর হয়েছে ইডি। 

হাইকোর্টে এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারপতি বিবেক চৌধুরী দ্রুত শুনানির সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে। শনিবার সকালে হতে পারে শুনানি। 

অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা ঠেকাতে বারবার আইনজীবীরা আদালতে ছুটেছেন। বামপন্থীরা বলেছেন, দিল্লিতে জেরা হলে পাচারের আসল মাথা কে বলে দিতে পারেন অনুব্রত। সে কারণেই এত তৎপরতা তৃণমূলের। 

এর আগে দলেরই এক প্রাক্তন প্রধান বোলপুর থানায় অনুব্রতের ‘বিরুদ্ধে’ খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। থানাও চূড়ান্ত সক্রিয়তা দেখিয়ে অনুব্রতকে ‘গ্রেপ্তার’ করে। পুলিশ হেপাজতে থাকায় সে বারের মতো দিল্লি যাত্রা ঠেকানো গিয়েছিল। 

Comments :0

Login to leave a comment