সরকারি স্যালাইনে অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি প্রসূতিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনজন রয়েছেন কোমায়।
শুক্রবারই চিকিৎসক মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস জানিয়েছে, ‘‘একটি বিশেষ কোম্পানির একটি বিশেষ ব্যাচের তরলে এর আগেও একইরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে আমাদের রাজ্যে এবং বাইরের রাজ্যে।’’
বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা প্রসূতি বিভাগে সরকারি স্যালাইন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি। এর মধ্যে সংকটজনক অবস্থায় ৫ জনকে আইসিইউ-তে নিয়ে যেতে হয়। এদিন এক প্রসূতি মারা যান।
রোগীর পরিবারের বক্তব্য, হাসপাতালে সংশ্লিষ্ট সংস্থার স্যালাইন থেকে বেশ কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে। এদিন একই তথ্য জানিয়েছে চিকিৎসক মঞ্চও।
জয়েন্ট প্যাটফর্ম অব ডক্টরস বলেছে, ‘‘এই বিষয়টি গত এক বছর বিভিন্ন হাসপাতালে হয়েছে। বহু অভিযোগ বিএমওএইচ থেকে সুপার করেছেন। স্বাস্থ্যদপ্তর ও প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে।’’
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুনের বিচারের দাবি নেমে চিকিৎসকরা এমনই অপরাধ চক্রের অভিযোগ তুলছেন। এই অপরাধ চক্রের কারণেই চিকিৎসক হত্যা বলে মনেও করছেন তাঁরা। অপরাধ চক্রের মাথাদের ধরার দাবিতেই চলছে এখন আন্দোলন।
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের এদিন দাবি, ওই ব্যাচের সব বোতল, স্যালাইন ইউফিউসন সেটের মতো উপকরণ কর্তব্যরত চিকিৎসক, নার্সের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হোক। সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহে জড়িতদের শাস্তি দেওয়া হোক। অপসারণ করা হোক স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে। তাঁর মদতেই চলছে দুর্নীতি। মেদিনীপুর মেডিক্যালে মৃত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
pregnant woman death in Midnapore Medical College
বিশেষ সংস্থার উপকরণে প্রতিক্রিয়া আগেও, মেদিনীপুরে স্যালাইনে প্রসূতির মৃত্যুতে ক্ষোভ চিকিৎসক মঞ্চের
×
Comments :0