Erosion

ভাঙনের কবলে হুগলীর কয়লাডিপো এলাকা

জেলা

Erosion


গঙ্গার পারে ধ্বস বাড়ছে হুগলীর চাঁপদানী ভদ্রেশ্বরের সীমানায়। কয়লাডিপো এলাকায় গঙ্গার পারে ধ্বস নেমে বেশ কিছুটা জায়গা গঙ্গার গর্ভে চলে গেছে, গর্ত হয়ে গেছে মাটি ধ্বসে, পাশাপাশি বহু পুরোনো গাছও গঙ্গায় তলিয়ে গেছে। আতঙ্কিত এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর ঘোষ জানান, প্রশাসন এখনো কেনো নজর দিচ্ছে না। এখানে বসতি আছে, দ্রুত ব্যবস্থা না নিলে আরো ধ্বসবে গঙ্গার পার। ধ্বসের জায়গা থেকে প্রায় ৩০ মিটার দুরে রয়েছে রেল লাইন। ভদ্রেশ্বর স্টেশন থেকে  আশেপাশে কলকারখানায় কাঁচামাল কয়লা নিয়ে মালগাড়ি যাতায়াত করে ওই লাইন দিয়ে। এলাকাবাসীরা জানান আগামী দিনে আরো বড় ধ্বস নেমে তলিয়ে যেতে পারে গঙ্গার পার।

স্থানীয় বাসিন্দারা আরও  বলেন, চাঁপদানীতে গঙ্গার পার মোটামুটি জুটমিল আর কটন মিল গুলো দেখে বাকি যে জায়গাটা পরে রয়েছে সেখানে ধ্বস দেখা দিচ্ছে। কয়লা ঘাটা এলাকায় বেশ কিছু পরিবার বসবাস করে। এখনই ব্যবস্থা না নিলে তার হয়ত এর কবলে পরবে।
 

Comments :0

Login to leave a comment