Hawker Conference Maldah

হকার সম্মেলন মালদহে, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

জেলা

সোমবার মালদহ শহরে হকার সম্মেলনে প্রতিনিধিদের একাংশ।

শহরের বিভিন্ন এলাকায় হকার জোনের স্বীকৃতির দাবি তুলল মালদহ জেলা সম্মেলন। সিআইটিইউ অনুমোদিত মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার (হকার্স) ইউনিয়নের পঞ্চম সম্মেলন হয়েছে সোমবার। মালদহ শহরে রাজমহল রোডে কমরেড সমর রায় নগর ও কমরেড জয়দেব রবিদাস মঞ্চে হয় সম্মেলন। 
শুরুতে পতাকা উত্তোলন করেন সংগঠনের প্রবীণ নেতা তপন ঘোষ। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন তপন ঘোষ সহ সংগঠনের রাজ্য সভাপতি দেবাশিস দে, সম্পাদক অসিতাঙ্গ গাঙ্গুলি, সিআইটিইউ-র জেলা সভাপতি প্রণব দাস, কার্যকরী সভাপতি মানওয়ারুল আলম,  সম্পাদক দেবজ্যোতি সিনহা এবং সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করে রাজ্য সভাপতি দেবাশিস দে বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সংগঠনকে পরিচালনা করতে হচ্ছে। এই সংগঠনকে সিআইটিইউ-র অন্যান্য সংগঠনগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। শ্রমজীবীর সব অংশের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক মিন্টু চৌধুরী। ১০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে ভাষণ দেন রাজ্য সম্পাদক অসিতাঙ্গ গাঙ্গুলী সহ দেবজ্যোতি  সিনহা, প্রণব দাস। সম্মেলন থেকে ২৫ জনের জেলা কমিটি গঠিত হয়। সভাপতি অনুপম গুণ, কার্যকরী সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক মিন্টু চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে বিক্রম সরকার নির্বাচিত হন। 

Comments :0

Login to leave a comment