Accident In Nalhati

ট্রাকের সঙ্গে টোটো'র মুখোমুখি সংঘর্ষে নলহাটিতে মৃত ৩

জেলা

একটি পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে একটি টোটো'র মুখোমুখি সংঘর্ষে তিন জন ব্যক্তি ও তিনটি গরুর মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর  জাতীয় সড়কের নলহাটি থানার চামটি বাগান দাতাবাবা মাজারের নিকটে। মরদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভে দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের ফলে পুরো অবরোধ জাতীয় সড়ক। তীব্র যাটজটের সৃষ্টি হয় সেখানে। জনগনের অভিযোগ পুলিশের ডাক পার্টি পেঁয়াজের গাড়িটিকে ধাওয়া করার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপুরে রামপুরহাট থেকে একটি পেঁয়াজ বোঝাই গাড়িকে ডাক পার্টি ধাওয়া করে। এদিকে নলহাটি থেকে যাত্রী নিয়ে টোটো যাচ্ছিল রামপুরহাট। পেঁয়াজের গাড়িটি ওভার টেক করতে গিয়ে সরসারি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টোটোর তিন যাত্রীর মৃত্যু ঘটে। সেখানে গোপালপুর হাট থেকে একটি গোরু বোঝাই গাড়িকে ধাক্কা মারে পেঁয়াজের ট্রাকটি ফলে তিনটি গরুও সেখানে মারা যায়।
এই দূর্ঘটনার খবর পেয়ে নলহাটি থেকে পুলিশ মৃতদেহ তুলতে গেলে বাধা দেয় স্থানীয় জনতা। তাদের অভিযোগ পেঁয়াজের গাড়িটিকে ধাওয়া করছিল ডাক মাষ্টারের গাড়ি। তার ফলেই এই দূর্ঘটনা ঘটেছে। সেখানে মেহবুব শা সহ অনেকের অভিযোগ এখানে একটি মাজার আছে এই সময় সেখানে পিকনিকের জন্য জনসমাগম হয়। পুলিশের কোন ট্রাফিক সেখানে থাকে না। বরং পুলিশ সেখানে তোলাবাজী করছিল। এখানে কোন আইনের শাসন নেই। এর ফলেই এই ভয়াবহ দূর্ঘটনায় তিনজনের প্রান গেছে। প্রান গেছে তিনটি গরুর। এই ঘটনাকে ঘিরে পুলিশকে ঘিরে বিক্ষোভের ফলে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে। রামপুরহাট থেকে র্যাফ নামানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 
এই বিষয়ে এসডিপিও রামপুরহাটকে ফোন করে হলে উনি ফোন ধরেননি। স্থানীয় পুলিশ জানিয়েছে এখনো মৃতদের কোন পরিচয় জানা যায়নি।

Comments :0

Login to leave a comment