Basirhat

বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা যুগলের

রাজ্য জেলা

সোমবার সাত সকালে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বসিরহাটের মোমিনপুরে। সকালের আলো ফোটার সাথে সাথে পাশাপাশি দুটি গ্রামের যুবক যুবতীর এই কর্মকান্ডে হতভম্ব গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। পাশাপাশি দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। মৃত প্রেমিক যুগলের নাম ওমর ফারুক গাজি (২৪) ও করিমা খাতুন (২০)। করিমা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল বলে স্হানীয় সূত্রে জানা গিয়েছে।

কী এমন হলো যে,প্রেমিক যুগলকে চরম সিদ্ধান্ত নিতে হলো? পঞ্চায়েত সদস্য আমির আলি জানান, ফারুক এবং করিমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার বিষয়টি জানতে পারে। এরপর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করে সংসার করার।উভয়ের বাড়িতে তাদের এই সিদ্ধান্ত জানাজানি হতে ফারুকের পরিবার মেনে নিলেও করিমার পরিবার তা মেনে নেয় না।এমতবস্থায় সোমবার ফারুক ঘরের সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কয়েক ঘন্টার ব্যবধান, করিমা ফারুক এ হেন কর্মকান্ডের খবর পেয়ে বাড়ির পিছনে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এদিনের এই ঘটনায় বাকরুদ্ধ দুটি গরীব পরিবার।

Comments :0

Login to leave a comment