Blinkit Gig Workers

ব্লিঙ্কিট গিগ শ্রমিকদের আংশিক জয়, কাজে যোগ

কলকাতা

 রানিকুঠির ফ্লিপকার্টের গিগ শ্রমিকরা সাত দিন ধর্মঘট করে জয় ছিনিয়ে এনেছিলেন। প্রায় একই পথ ধরে খানপুরের ব্লিঙ্কিটের গিগ শ্রমিকরা তিন দিনে আংশিক জয় হাসিল করে শনিবার থেকে কাজে যোগ দিয়েছেন। ৩১ ডিসেম্বর রাতে শুরু করা ধর্মঘট তাঁরা এদিন সাময়িকভাবে তুলে নিয়েছেন। 
শুক্রবার সন্ধ্যায় নেতাজীনগর থানায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কর্তৃপক্ষের তরফে পরিচালক প্রতিনিধি, গিগ শ্রমিক ও ইউনিয়নের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক হয়। গভীর রাত পর্যন্ত আলোচনার পরে কর্তৃপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের দাবির কিছু অংশ মেনে নিয়ে তা সোমবার থেকে কার্যকরী করার প্রতিশ্রুতি দেন। আশ্বাস পেয়ে শনিবার সকাল থেকে গিগ শ্রমিকরা কাজে যোগ দিলেও সোমবার থেকে দাবিগুলি কার্যকর না হলে ফের বৃহত্তর আন্দোলনের পথ খোলা রেখেছেন।
পারিশ্রমিক বৃদ্ধি, কাজের সময় নির্দিষ্ট করা, দৈনিক উৎসাহভাতা (ইনসেন্টিভ) বৃদ্ধি, কর্তৃপক্ষের সহযোগিতা এবং সামাজিক সুরক্ষার দাবি নিয়ে সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে চলছিল তাঁদের ধর্মঘট। সব সময় পাশে ছিলেন ইউনিয়নের সম্পাদক সাগ্নিক সেনগুপ্ত, জয় ঘোষাল, রঙ্গন ঘোষ, সৌরভ গাঙ্গুলি, রাজদীপ সরকার সহ নেতৃবৃন্দ।
টালিগঞ্জের নেতাজীনগর থানা এলাকার বাঁশদ্রোণী সংলগ্ন খানপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের হাবের ৬০ জন ব্লিঙ্কিট রাইডার্সদের মাথা উঁচু করে সঙ্ঘবদ্ধ অনড় আন্দোলনেই শেষমেশ কর্তৃপক্ষকে নমনীয় হতে একপ্রকার বাধ্য করেছে। গিগ শ্রমিকদের পক্ষে বিশ্বজিৎ নস্কর জানালেন, শুক্রবার বেশি রাতে দরকষাকষির পর আমাদের আবেদনের কিছু কিছু অংশ কর্তৃপক্ষ মেনে নেবে বলে আশ্বাস দিয়েছে।  অন্যান্য সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান করার কথাও হয়েছে। এই আশ্বাসের পর আমরা কাজে ফিরে এসেছি। 
কর্তৃপক্ষের অনড় অবস্থা থেকে নমনীয় হওয়ার বিষয়টিকে গিগ শ্রমিকরা তাঁদের আন্দোলনের জয় হিসাবেই দেখছেন। তাঁরা চান, এই ধরনের সমস্যা কেবলমাত্র একেকটি হাব হিসবে না ধরে আগামী দিনে রাজ্যের এই ধরনের সমস্ত হাবের গিগ শ্রমিকদের সঙ্ঘবদ্ধ হয়ে থাকা, যাতে ভবিষ্যতে কোনও কর্তৃপক্ষ তাঁদের মর্জিমাফিক শ্রমিকদের শোষণ না করতে পারে।
ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সাগ্নিক সেনগুপ্ত এদিন বলেন, ত্রিপাক্ষিক বৈঠকে কর্তৃপক্ষের প্রতিনিধি প্রথমদিকে অনড় থাকলেও ইউনিয়নের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা গিগ শ্রমিকদের জানিয়ে দেন, তাঁদের দাবি মানতে কর্তৃপক্ষ প্রস্তুত। শ্রমিকদের দাবি অনুযায়ী ‘সার্জ’ বাড়ানো, ১৩-১৪ ঘণ্টা কাজ করে যে ইনসেন্টিভ শ্রমিকরা পেতেন তার সমপরিমাণ ইনসেন্টিভ শ্রমিকরা এখন ৯-১০ ঘণ্টায় পাবেন, ঘণ্টাপ্রতি পারিশ্রমিক সকল শ্রমিকদের জন্য ৫০ টাকা করা হবে। আগামী সোমবার থেকে এগুলি কার্যকরী হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। শ্রমিকদের জন্য লড়াইয়ে এটা ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের জয় অর্জন করা।
 

Comments :0

Login to leave a comment