CITU ALL INDIA CONFERENCE

সিআইটিইউ’র নতুন সর্বভারতীয় নেতৃত্ব নির্বাচিত

জাতীয়

রবিবার বিশাখাপত্তনমে সমাবেশে সিআইটিইউ’র নবনির্বাচিত নেতৃবৃন্দ। ছবি: অমিত কর

সিআইটিইউ’র  সর্বভারতীয় ১৮দশ সম্মেলনে সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুদীপ দত্ত এবং নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এলামারম করিম। কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এম সাইবাবু। পদাধিকারীসহ ৪২জনের নতুন সম্পাদকমন্ডলী সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে। স্থায়ী আমন্ত্রিত সদস্য ৩ জন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তপন সেন, কে হেমলতা, অনাদি সাহু সহ ১৩ জন। এছাড়া সম্পাদকের সংখ্যা ২৩ জন। তার মধ্যে ৬ জন নতুন। নতুন অন্তর্ভুক্ত সম্পাদকদের মধ্যে রয়েছেন জিয়াউল আলম, জীবন সাহা, শঙ্কর দত্ত, কেএন গোপীনাথ, এস কানন, সুরেখা। আমন্ত্রিত সদস্য একে পদ্মনাভন, মানিক দে, এভি নাগেশ্বর রাও। শ্রমজীবী মহিলাদের সর্বভারতীয় কো-অর্ডিনেশন কমিটি (এআইসিসিডব্লিউডব্লিউ)’র আহ্বায়ক পুনরায় নির্বাচিত হয়েছেন এআর সিন্ধু। জেনারেল কাউন্সিল গঠিত হয়েছে ৪২৫ জনের। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ৬৫ জন। ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে ১২৫ জনের।

Comments :0

Login to leave a comment