আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করেছে মার্কিন সেনা। আমেরিকার জেলে বন্দি রাখা হয়েছে মাদুরো এবং তার স্ত্রীকে। কারাস সহ ভেনেজুয়েলার একাধিক জায়গায় চলেছে মার্কিন হামলা।
মার্কিন সাম্রাজ্যবাদের এই আগ্রাসনের বিরুদ্ধে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের। এদিন ধর্মতলা থেকে শুরু হয়েছে মিছিল। ভেনেজুয়েলার মানুষের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই মিছিল, ছাত্র যুব নেতৃত্বের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ছাত্র সংগ্রাম প্রত্রিকার সম্পাদক সৌভিক দাস বক্সী এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সপ্তর্ষি দেব ও শ্রীজীব গোস্বামী।
রাজপথে ড্রোনাল্ড ট্রাম্পের ছবি পদদলিত করে মিছিল এগিয়ে চলে। শান্তিপূর্ণ মিছিলটি মার্কিন উপদূতাবাসের দিকে এগোতে থাকে। ভারতীয় যাদুঘর পৌঁছানোর কিছু আগেই ব্যারিকেড করে সেই মিছিলকে এগোতে বাধা দেয় পুলিশের বিশাল বাহিনী। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ট্রম্পের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।
এদিনের মিছিল থেকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, দুনিয়ার সমস্ত প্রান্তে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তার বাসভবন থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মাদুরো সহ ভেনিজুয়েলার মুক্তি দাবিয়ে নিয়ে দুনিয়ার মুক্তিকামী গণতান্ত্রিক মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষ যারা এর বিরুদ্ধে লড়াই করছেন তাদের পাশে সংহতির বার্তা নিয়ে আমাদের ছাত্র-যুবরা রয়েছে। সেই দাবিতেই এই মিছিল।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সপ্তর্ষি দেব বলেন, আমেরিকা যে নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে অতি সত্ত্বর সেই ভুল সংশোধন করে মাদুরোকে মুক্তি দিতে হবে। পাশাপাশি, গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতার বিরুদ্ধেও ধিক্কার জানান তিনি।
Comments :0