Explosion in Odisha

ওডিশার পাথর খনিতে বিস্ফোরণে মৃত অন্তত দুই শ্রমিক

জাতীয়

ওড়িশার ডেনকানাল জেলায় পাথর খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর শনিবার গভীর রাতে ডেনকানাল শহরের অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটেছে। ডেনকানাল জেলা শাসক আশিস পাতিল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ডেনকানালের গোপালপুরে একটি অবৈধ পাথর খনিতে বিস্ফোরণটি ঘটে। খনিথেকে মাত্র দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনেরই পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন বালাসোরের বাসিন্দা এবং অন্যজন কেওনঝার বা ময়ূরভঞ্জের বাসিন্দা।’’
প্রশাসন সূত্রে জানা গেছে বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে আরও বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছে সেই আশঙ্কায়। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষিত করে। প্রাথমিক তদন্ত শুরু করেন। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়। সাধারণের প্রবেশ রোধে পুলিশ মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি চলাচলও সীমিত করা হয়। বিস্ফোরণটি এলাকায় অবৈধ খনির কার্যকলাপ নিয়েও উদ্বেগ তৈরি করেছে। পুলিশ আধিকারিকার প্রাথমিক তদন্তের পর  জানায় যে বিস্ফোরণের পর খনির ভেতরের মাটির একটি অংশ ধসে পড়ে। তারা জানান যে গভীর রাতে ঘটনাটি ঘটে বলে শ্রমিকদের খুঁজে বের করা কঠিন ছিল। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তারা বলেন, ‘‘রাতে আমাদের ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছিল। নির্দেশ অনুসারে, উদ্ধার অভিযানের জন্য সাতটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আমরা গর্তে একটি দেহ পেয়েছি। হাত দিয়ে এত বড় পাথর সরানো কঠিন হয়ে পড়ে। আহত বেশ কয়েকজন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। বিস্ফোরণের সময় খনিতে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে সমস্যায় পড়ছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে রয়েছে ডগ স্কোয়াডও। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলের সহায়তায় উদ্ধর অভিযান আরও জোরদার করার চেষ্টা চলছে।

Comments :0

Login to leave a comment