DYFI

শিল্প-কাজের দাবিতে বক্রেশ্বর থেকে আন্দোলন শুরু করছে ডিওয়াইএফআই

রাজ্য কলকাতা

রবিবার সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।

‘শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই’। এই শ্লোগানে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে ডিওয়াইএফআই। আগামী ১৭ জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রক্তদান শিবির দিয়ে শুরু হচ্ছে এই কর্মসূচি।
রবিবার কলকাতায় দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য সভাপতি অয়নাংশু সরকার এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীজীব গোস্বামী। 
ধ্রুবজ্যোতি বলেন, টেট-এসএসসি’র পরীক্ষা প্রতি বছর হতো, তা এখন আর হয় না। চলছে দুর্নীতি। সরকারি নিয়োগ বন্ধ। কারখানা হচ্ছে না। কৃষিতে চরম সঙ্কট। যুবরা বাধ্য হয়ে অন্য রাজ্যে যাচ্ছেন। তাঁরা মার খাচ্ছেন, খুন হচ্ছেন। এই বাংলাকে বদলাতে হবে।
তিনি বলেন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল বহু লড়াইয়ের পর, পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে। সেসময়ে এসএফআই-ডিওয়াইএফআই রক্ত দিয়েছিল। কেন্দ্রের বাধা ডিঙিয়ে হয়েচিল প্রকল্প। আজ সেখানে ছাঁটাই হচ্ছে। চার নম্বর ইউনিট মাঝেমাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই ছয় নম্বর ইউনিট খুলতে হবে। 
অয়নাংশু সরকার ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা করেন। উল্লেখ্য, সোমবারই কলকাতায় প্রতিবাদ জানাবে এসএফআই-ডিওয়াইএফআই।

Comments :0

Login to leave a comment