জেলার ক্রীড়া মানচিত্রে ধূপগুড়ির নাম আরও একবার উজ্জ্বল করল সবুজ শীল। ধূপগুড়ি আর.আর. প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই খুদে ছাত্র ময়নাগুড়িতে আয়োজিত জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ১০০ মিটার দৌড় ও উচ্চলম্ফ দু’টি বিভাগেই প্রথম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। এই জোড়া সাফল্যের সুবাদে আগামী ৯ ও ১০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বাণীপুরে আয়োজিত রাজ্য স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে সবুজ।
ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দ পল্লীর বাসিন্দা শঙ্কর শীলের পুত্র সবুজের ক্রীড়া জীবনের পথচলা শুরু ২০২৩ সালে। বহরমপুরে আয়োজিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সে ‘খ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় এবং উচ্চলম্ফনে তৃতীয় স্থান অধিকার করেছিল। পরের বছর ২০২৪ সালে শালবনিতে অনুষ্ঠিত রাজ্য ক্রীড়ায় ‘গ’ বিভাগে উচ্চলম্ফনে প্রথম স্থান দখল করে জলপাইগুড়ি জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে শিরোপা জয় করে সে।
স্থানীয় ক্রীড়া মহলের মতে, ধূপগুড়ি পৌরসভা এলাকার কোনো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রের এমন ধারাবাহিক সাফল্য নজিরবিহীন। সবুজের কৃতিত্বে গর্বিত তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিবার ও ধূপগুড়িবাসী। রাজ্য স্তরেও সে সাফল্যের ধারা বজায় রাখবে এই আশাতেই তাকিয়ে রয়েছে গোটা জেলা।
Dhupguri Sabuj Shil
জেলা স্তরে জোড়া সাফল্য, রাজ্য জয়ের লক্ষ্য ধূপগুড়ির সবুজ শীলের
×
Comments :0