CPI-M Howrah district Conference

সম্পাদক পদে পুনর্নির্বাচিত দিলীপ ঘোষ

জেলা

সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর শ্রীদীপ ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ।

সিপিআই(এম) হাওড়া জেলার ২৫তম সম্মেলন শেষে শনিবার সর্বসম্মতিতে সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। পঞ্চাশ জনের নতুন জেলা কমিটি তৈরি হয়েছে। নবনির্বাচিত জেলা কমিটির বৈঠকের পর ঘোষণা করা হয় সম্পাদকের নাম। আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পার্টির রাজ্য সম্মেলনের জন্য ১৪ জন প্রতিনিধি এবং ছ’জন বিকল্প প্রতিনিধির নামও সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। এই সম্মেলনে ৩৬৪ জন প্রতিনিধি অংশ নেন। আলোচনা করেছেন ৬৬ জন। বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি ছিলেন গুরুপদ চৌধুরি (ডোমজুড় পশ্চিম)। তাঁর বয়স ৮৫ বছর। সব থেকে সর্বকনিষ্ঠ প্রতিনিধি হিসাবে সম্মেলনে অংশ নেন স্বাগতিকা সেন (বালি-জগাছা)। তাঁর বয়স ২২ বছর। পার্টি করার কারণে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। জেলে থেকেছেন দু’জন— উত্তম বেরা এবং অনন্ত সাঁতরা। সম্মেলনে দর্শক প্রতিনিধি ছিলেন ১১ জন এবং সম্মানিত প্রতিনিধি ছিলেন চার জন।

Comments :0

Login to leave a comment