ICHCHE / GAZA WAR — MANISH DEB / NATUNPATA

ইচ্ছে / পোড়া ব্যাগ — অবরুদ্ধ গাজা / মনীষ দেব / নতুনপাতা

ছোটদের বিভাগ

ICHCHE  GAZA WAR   MANISH DEB  NATUNPATA

নতুনপাতা

ইচ্ছে  

পোড়া ব্যাগ — অবরুদ্ধ গাজা

মনীষ দেব


পুড়ে যাওয়া ইস্কুল ব্যাগটা ঝুলছে,পোড়া দেওয়ালে। ক্ষত বিক্ষত চারপাশ, ভাঙা এ্যাডভেস্টারের স্তূপে মুখ থুবড়ে পড়ে আছে 
ছোট্ট আবুর লাশ —

    কালো ধোঁয়ায় ঢাকা প্যালেস্তাইন।

    অবরুদ্ধ প্যালেস্তাইন। 
    ঝলসে যাওয়া প্যালেস্তাইন।

লাল-কালো-সাদা-সবুজ পতাকায় আবুর ছোট্ট দিদি আবেদা — ঢেকে দিচ্ছে আবুর লাশ।

    স্তব্ধ পৃথিবী!
    নীরব পৃথিবী!

একটা জাতি বাঁচতে চেয়েছিল — আগ্রাসন থেকে, স্বাধীন ভাবে, সার্বভৌমত্বের নিরিখে তাই বোমা - বন্দুক - গোলায় গুড়িয়ে দেওয়া হল — গাজা ভূখণ্ডকে। দখলদারী থেকে রাজ, দুনিয়ার দখলদারীদের মদতে। পৃথিবী তুমি আর কতটা নীরব হলে? গাজার আকাশে উড়বে না আর পাখি? আর কোনও দিন ফড়িং ধরতে ছুটে যাবে না — আবুরা। প্রজাপতির রঙিন ডানায় আর মেলবে না চোখ — ছোট্ট আবুরা। এখনও পুড়ে যাওয়া ইস্কুল ব্যাগের ভিতরের বই - খাতা - রঙপেন্সিলে লেগে আছে — আবুর ভালবাসার পরশ।

ছোট্ট আবেদা — প্রিয় ভাইয়ের লাশ ছুঁয়ে বসে আছে — পৃথিবী নতজানু হও, একবার চোখ মেলো — আবুর শিয়রে লিখে দিয়ে যাও — 
........ 'ভালোবাসা' 'ভালোবাসা' — 
      ....ভালোবাসা কারে কয়!........

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment