IMRAN KHAN

৬শো কোটির সম্পত্তি
কিনেছেন ১৩ কোটিতে,
নতুন মামলা ইমরানের বিরুদ্ধে

আন্তর্জাতিক

এবার জমি দুর্নীতির মামলা দায়ের হলো ইমরান খানের বিরুদ্ধে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগে তল্লাশিও চালিয়েছে সে দেশের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান এসিই। 

এই নিয়ে পাকিস্তানি তেহরিক ই ইনসাফ নেতার বিরুদ্ধে দায়ের হলো ১৪০টি’র বেশি মামলা। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল ইমরান খানকে। সংসদে গরিষ্ঠতা ছিল না তাঁর পক্ষে। 

পাকিস্তানি প্রশাসনের অভিযোগ ১৩ কোটি টাকায় ৬২৫ একর জমি কিনেছেন ইমরান। পাঞ্জাব প্রদেশে এই জমি সেচের খাল সংলগ্ন। এই জমির বাজার দাম ৬০০ কোটি টাকা। 

এর আগে দুর্নীতি, সন্ত্রাসবাদে মদত, সামরিক বাহিনীর অস্ত্রাগারে অগ্নিসংযোগে উস্কানি, সুরক্ষা বাহিনীর ওপর হামলায় মদতের মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয় ইমরানের বিরুদ্ধে। 

এসিই জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেট দলের অধিনায়কের বোন, বোনের স্বামী এবং পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। বোন উজমা খান এবং তাঁর স্বামীর খোঁজে লাহোরের জামান পার্কের বাসভবনে তল্লাশিও হয়। তবে তাঁরা দু’জনেই পালিয়ে যান। 

Comments :0

Login to leave a comment