KABITA — BIKASH BHATTACHARJEE / MUKTADHARA

কবিতা — বিস্ফোরণের প্রহর / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  BIKASH BHATTACHARJEE  MUKTADHARA

কবিতা

বিস্ফোরণের প্রহর 
বিকাশ ভট্টাচার্য

নৈঃশব্দ্যের চাবুকের সামনে
পিঠ পেতে দাঁড়িয়েছে মুমূর্ষু সময় 
সারা গায়ে শাসকের নৃশংস ট্যাবু 
নিরীহ রক্ত বুক পেতে ধরে রাখে সর্বংসহা
অশ্রুজলে ফ্যাকাশে রক্ত নয়, ঘন গাঢ়
টগবগে তারুণ্যের ফোয়ারা

সারা উপত্যকা জুড়ে
কে মোছাবে তবে ঊনপ্রত্যাশা

এ মুহূর্তে এলোমেলো সুরক্ষাঘর
বোধের আসবাব 
নির্জন বনেদি ফ্রেমগুলো ভেঙে 
ছড়িয়ে পড়ছে মেঝের ওপর
জবানবন্দি নিতে পাথুরে সময়
অজানা বিস্ফোরণের প্রহর গুনছে

অনুভূতি প্রখর হলে সময়ের ডাক শোনা যায়

Comments :0

Login to leave a comment