KABITA — PUSPAJIT ROY / MUKTADHARA

কবিতা — স্বয়ং বিদ্যাসাগর  / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  PUSPAJIT ROY  MUKTADHARA

কবিতা

স্বয়ং বিদ্যাসাগর 
পুষ্পজিৎ রায়

পাঠশালা চাই ইস্কুল চাই চাই ছাত্রছাত্রী 
এসব কথা ভেবেই যে তাঁর কাটতো দিবস রাত্রি । 

সবার হাতে বইখাতা চাই – বর্ণপরিচয়-
 লেখাপড়া শিখে যেন সত্যি মানুষ হয়। 

সেই জন্যেই রাত্রিদিন থাকেন তিনি জাগর 
দুশো বছর আছেন জেগে স্বয়ং বিদ্যাসাগর ।

প্রয়াত কবির অপ্রকাশিত কবিতা 'স্বয়ং বিদ্যাসাগর'

Comments :0

Login to leave a comment