জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়লো বুনো হাতির পাল। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানঝোরা চা বাগানের ১০নম্বর লাইনে শুক্রবার সকালে শাবক সহ প্রায় ২০টি বুনো হাতির দল ঢুকে পড়ে। বেশ কিছুদিন ধরেই জঙ্গল ছেড়ে খাবারের রসদ সংগ্রহে হাতির দলটি খড়িবাড়ির বিস্তীর্ন চা বলয় ধরে বিভিন্ন লোকালয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলো।
এদিন সকালে হাতি দলটিকে থানঝোরা চা বাগান এলাকায় দেখা গেলে স্থানীয়রা হাতির দলের পিছু ধাওয়া করে। লোকালয়ে ঢুকে হাতির দল ব্যাপক তান্ডব চালায়। ধান সহ জমির ফসল নষ্ট করে এবং ঘরবাড়ি ভাঙচুর চালায়। তবে শুরু থেকেই পরিস্থিতি নজরে রেখেছিলেন বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীদের তাড়া খেয়ে হাতির দল সঠিক পথে জঙ্গলের দিকে ফিরে যায়। তবে হতাহতের কোন খবর নেই।
Comments :0