NPR NATGRID Link

এনপিআর’র সঙ্গে মজরদারির ন্যাটগ্রিড-কে জুড়ল কেন্দ্র

জাতীয়

ন্যাশনাল ইনটেলিজেন্স গ্রিড (ন্যাটগ্রিড)-কে নাগরিকদের ব্যক্তিগত তথ্যে ভরা জাতীয় জন পঞ্জি (এনপিআর)’র সঙ্গে যোগ করা হয়েছে। 
পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি তথ্যের ভাণ্ডার হিসেবে ন্যাটগ্রিড-কে ব্যবহার করে। সরকারি এক আধিকারিকের উল্লেখ করে একটি সর্বভারতীয় স্তরের সংবাদ পোর্টালে এই তথ্য দেওয়া হয়েছে।
জাতীয় জন পঞ্জিতে প্রায় ১১৯ কোটি ভারতীয়ের তথ্য রয়েছে। এই এনপিআর-ই এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রথম ধাপ। এই প্রযুক্তি সংযোগের ফলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সরাসরি নাগরিক পঞ্জিতে রয়েছে এমন কোনও তথ্য ব্যবহার করতে পারবে সরাসরি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নাগরিকদিক ওপর ইচ্ছেমতো নজরদারির সুবিধা পেতেই এমন পদক্ষেপ। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ন্যটগ্রিড ব্যবহারের জন্য বিভিন্ন রাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে চাপ দিচ্ছে বলে জানাচ্ছে সূত্র। এই তথ্য ভাণ্ডার আলোচনায় থাকলেও কাজ শুরু হয়েছে গত বছর থেকে। 
এনপিআর বা জাতীয় জন পঞ্জির তথ্য নেওয়া হয়েছিল ২০১০ সালে। ২০১১’র জনগণনার প্রাথমিক পর্বে এই কাজ হয়েছিল। ২০১৫-তে এনপিআর সংশোধন করা হয়। ২০২১‘র জনগণনায় এনপিআর’র সংশোধন ফের হওয়ার কথা ছিল। তবে কোভিডের কারণ দেখিয়ে জনগণনা বন্ধ রাখে কেন্দ্র।

Comments :0

Login to leave a comment