Kabita — GANESH BHATTACHARJEE / MUKTADHARA

কবিতা — অফুরন্ত / মুক্তধারা

সাহিত্যের পাতা

Kabita  GANESH BHATTACHARJEE  MUKTADHARA

কবিতা

অফুরন্ত

গণেশ ভট্টাচার্য

 

গাছ ফুরোয় না ।


ধেয়ে আসে অবিন্যস্ত ঝড়
গাছের শরীর জুড়ে কী প্রচন্ড দোলা
মনে হয় এই বুঝি ভেঙে যাবে গাছ -


অথচ ফুরিয়ে যায় ঝড়
ক্রমশ শান্ত হয় গাছের শরীর 
পাতার আড়াল থেকে উঁকি দেয় তার সংসার ।


আমি পাতা খুঁজি
সবুজ নিঃশ্বাস , তাই খুঁজি
খুঁজি বেঁচে থাকা
সুতীব্র ঝড় তেড়ে এলে 
আমি রাখি , এটুকু বিশ্বাস মনে রাখি
নিজেকে সামলে নেবে গাছ -


যতই আঘাত হোক ঝড়
গাছ ফুরোবে না ।

Comments :0

Login to leave a comment