১ মে ‘মে দিবস’ শিলিগুড়িতে শ্রমজীবি মানুষের অধিকার যাত্রা দিবস হিসেবে উদ্যাপিত হবে। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, ১২ই জুলাই কমিটি ও বস্তি ফেডারেশনের যৌথ উদ্যোগে সমস্ত শ্রমজীবি মানুষ ঐক্যবদ্ধভাবে এই অধিকার যাত্রা মিছিলে সামিল হবেন। শনিবার দুপুরে শিলিগুড়ি হিলকার্ট রোডে সিআইটিইউ দপ্তরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান নেতৃবৃন্দ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিআইটিইউ দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, সারা ভারত কৃষক সভার দার্জিলিঙ জেলা সম্পাদক ঝরেন রায়, ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক মনোজ নাগ ও পার্থ প্রতীম ভৌমিক, শ্রমিক নেতা তিলক গুন।
এদিন সাংবাদিক সমম্মেলনে নেতৃবৃন্দ বলেন, অর্জিত অধিকার রক্ষার দাবিতে অধিকার যাত্রা হিসেবে এবছর ঐতিহাসিক মে দিবস উদ্যাপিত হতে চলেছে। শিলিগুড়ির শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সমস্ত শ্রমীজীবি মানুষ এবছর মে দিবস উদযাপন করবেন রাস্তায় নেমে অধিকার যাত্রা মিছিলে সামিল হয়ে। ওই দিন বেলা ১১ টা নাগাদ পতাকা উত্তোলনের পর মাল্লাগুড়ি ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে অধিকার যাত্রা মিছিল বের হবে। শুধু স্লোগানের মাধ্যমে মিছিল অনুষ্ঠিত হবে না। শ্রমজীবি মানুষের প্রতিদিনের জীবনের নানা লড়াই সংগ্রামকে নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান, ট্যাবলো সহযোগে সুসজ্জিত মিছিল অনুষ্ঠিত হবে। অন্নদাতা কৃষক তাদের জীবনযন্ত্রনার কথা তুলে ধরবে এই অধিকার যাত্রা মিছিলের মাধ্যমে। মিছিলের সমাপ্তি হবে বাঘাযতীন মাঠে। কর্মসূচিকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে শিলিগুড়ি শহরাঞ্চল সহ মহকুমার কৃষি ও চা বাগিচা এলাকায় ব্যাপক প্রচারাভিযান চলছে।
Adhikar Yatra
১ মে অধিকার যাত্রা দিবস উদ্যাপিত হবে শিলিগুড়িতে
×
Comments :0