Kabita — JUMA SARKAR / MUKTADHARA

কবিতা — রাস্তা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Kabita  JUMA SARKAR  MUKTADHARA

কবিতা

রাস্তা
ঝুমা সরকার

গণতন্ত্র বাক্সবন্দির উৎসবে
রাজপথে নেমেছে মৃত্যু মিছিল
রক্তে পিছল সড়ক
চোখের জলে ধুয়ে চলেছে জনগণ
বোকা বাক্স লাশ গুনে গুনে নাকাল।

অলিগলিতে মনুষ্যত্বের মৃত্যু ঘটছে রোজ
কৈশোরের বুকে হাপর টানা আর্তনাদ
বেপরোয়া যৌবন অন্ধ অনুসরণে জীবন্ত লাশ
বার্ধক্য ধুঁকে চলে স্মৃতির সংক্রমণে
এই কি জীবন?

যে শিশু আজ ভূমিষ্ট হয়েছে
গণতন্ত্রের কবরই তার আশ্রয়ভূমি
বারুদের বিষাক্ত বাতাসে
পোড়া মাংসের দুর্গন্ধে 
বেড়ে উঠবে তার জীবন যৌবন
এই কি বেঁচে থাকা?

মহামানবের চারণভূমি এই দেশে
আজ অন্ধকারের বেপরোয়া দাপট
বাক্-স্বাধীনতায় শাসকের রক্তচক্ষু
এসব কি আমাদের প্রার্থিত?
ভেজা বারুদের মতো
চুপ না -থেকে চলো আমরা ফেটে পড়ি রাস্তায়
মিছিলে মিছিলে ঘিরে ফেলি রাস্তা
রাস্তাই বাতলে দেবে রাস্তা।

Comments :0

Login to leave a comment