Kabita — PRADIP GHORAI / MUKTADHARA

কবিতা — খাঁটি চেনা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Kabita  PRADIP GHORAI  MUKTADHARA

কবিতা

খাঁটি  চেনা 
প্রদীপ ঘোড়াই

যারা মুখে  বলে অনেক কিছু-
    তারা কাজ করে কম ,
যারা কাজ করে  বেশি --
    তারা  মুখে বলে কম  ।

কাজ যে করে  --
   তারই  ভুল  হয়  ,
যে  কাজ  করে  না  --
   তার ভুলের কী বা আসে যায় !

অকাজের  মানুষ  থাকে  --
   সমালোচনায়  লিপ্ত ,
কাজের  মানুষ  হয় --
     কর্মে  দীপ্ত  !

তাই  কথা ও কাজ দেখে--
     মানুষ চেনা   ভালো ;
শুধু  কথা  দেখে  নয়  ,
      নয়  তো  সব  গেল  !

Comments :0

Login to leave a comment