সোমবার রায়গঞ্জ বিডিও অফিসের সামনে রীতিমতো মিছিল করে মনোনয়ন জমা দিতে পৌঁছালেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা।
পঞ্চায়েত সমিতিতে সিপিআই(এম) প্রার্থী ইন্দ্রজিৎ বর্মন বলেন, ২০১৮ পঞ্চায়েতে মনোনয়ন পত্র জমা দিতে এসে দুষ্কৃতীদের তাণ্ডবে বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি শত শত প্রার্থী। এটা ২০২৩। মেরুদণ্ড সোজা করেই লাল ঝাণ্ডাকে কাঁধে নিয়ে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব।"
রায়গঞ্জ ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন জমা হবে মঙ্গলবার।
সোমবারও প্রশাসনের দুর্বলতা প্রকাশ্যে এসেছে। সোমবার রায়গঞ্জ ব্লক দপ্তরের সামনে হাতে গোনা পুলিশ।
মনোনয়ন জমা দিতে আসা সম্ভাব্য প্রার্থীদের অভিযোগ, নিয়ন্ত্রক শক্তি সিভিক ভলেন্টিয়ার। হাইকোর্ট বলেছিল আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনীকে ব্যবহার করা যাবে না।
Comments :0