Parsan Kheria

প্রয়াত ছাত্র নেতা পারসান খেরিয়া, শোক জলপাইগুড়িতে

জেলা

Parsan Kheria


প্রয়াত হলেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পারসান খেরিয়া। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে তাকে সংগাহীন অবস্থায় পাওয়া যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্র আন্দোলনের পাশাপাশি তিনি শ্রমিক সংগঠনের মধ্যেও যুক্ত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ থেকে জানা গেছে, কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ২০১৬ পরবর্তী সময়ে কমরেড পারসান খেরিয়া ছাত্র সংগঠনের সংস্পর্শে আসেন। কমরেড পারসান ২০১৯ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন। ছাত্র শাখার পরবর্তীতে তিনি ডেঙ্গুয়াঝাড় পশ্চিম লাইন শাখার সদস্য হিসাবে পার্টির কাজের সাথে যুক্ত ছিলেন। তিনি জলপাইগুড়ি সদর ২ নম্বর লোকালের সভাপতির দায়িত্ব পালন করে ২০২১ সালে জেলা কনভেনশনে। সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সেই বছরেই নবদ্বীপ রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। চা শ্রমিকদের লড়াইয়ে পাশে থাকার জন্য চা মজদুর ইউনিয়নের সাথেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও সিআইটিইউ জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব লাভ করেন তিনি। 


এদিন ময়নাতদন্তের পর সংগঠনের জেলা দপ্তরে তাঁর মরদেহে এসএফআই’য়ের পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। ডেঙ্গুয়াঝার চা মজদুর ইউনিয়ন দপ্তরেও তাঁকে শ্রদ্ধা জানানো হয়। ছাত্র সংগঠনের রাজ্য নেতৃত্ব প্রণয় কার্য্যী, প্রভাকর সরকার, জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক অরিন্দম ঘোষ, শ্রমিক নেতা শুভাশিস সরকার, তোতাই কর, নীলাঞ্জন নিয়োগী, কান্তি রাহা। শ্রদ্ধা জানানা প্রাক্তন ছাত্র নেতৃত্ব ও সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মন্ডলী সদস্য পিযুশ মিশ্র,  সহ বিভিন্ন গণসংগঠনগুলির পক্ষ থেকে। কমরেড পারসন খেরিয়ার মরদেহ নিয়ে জেলা দপ্তর থেকে শোক মিছিল ডেঙ্গুয়াঝার চা বাগানের দিকে রওনা হয়।


 

Comments :0

Login to leave a comment