অসহনীয় গরমে বিনা নোটিশে বারবার লোডশেডিং-এ বিপর্যস্ত জনজীবন। প্রতিবাদে সিপিআই(এম) ৪নং এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্টন মিলনপল্লী সেক্টর অফিসের সামনে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলে। বিদ্যুৎ বন্টন দপ্তরের মিলনপল্লী সেক্টর অফিসের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজারের উদ্দেশ্যে লোডশেডিং সংক্রান্ত বিষয় জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। দুই ঘন্টা ব্যাপী এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই(এম) ৪নং এরিয়া কমিটির সম্পাদক তুফান ভট্টচার্য, সিপিআই(এম) নেতা জয় চক্রবর্তী, সুরজিৎ রাহা, মহিলা নেত্রী বেলা সর্দার, সুজাতা ব্যানার্জি, যুবনেতা শুভ্রদেব ভট্টাচার্য প্রমুখ। বিক্ষোভ সভা পরিচালনা করেন সঞ্জীবন সরকার।
তিনমাস অন্তর বিল না দিয়ে প্রতি মাসে বিল দেওয়া, বিলের ওপর অতিরিক্ত চার্জ না নেওয়া, স্মার্ট কার্ড চালু না করা সহ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরে বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বলেন, অসহ্য গরমে শিলিগুড়ি শহরে পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিদিন একাধিকবার লোডশেডিং করা হচ্ছে। শিলিগুড়ি শহরে বড় কোন শিল্প কারখানা নেই। তথাপি এই ধরনের লোডিশেডিং চলছে দিনের পর দিন। খুব সকালে লোডশেডিং হচ্ছে। ফলে সকালের প্রাত্যহিক কাজ, জল তোলা সহ বিভিন্ন কাজ বিদ্যুৎ বিভ্রাটের ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি বৃদ্ধ ও অসুস্থ মানুষদের কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। লোডশেডিং-এ নাজেহাল শহরবাসী। ঘন ঘন লোডশেডিং‘র সুযোগ নিয়ে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। শুধু তাই নয়, প্রচুর পরিমান বিদ্যুতের বাড়ন্ত বিলে সাধরণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও উর্দ্ধতন কর্তৃপক্ষের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে অবিলম্বে যন্ত্রনা দায়ক লোডশেডিং সমস্যার সমাধান করার দাবি জানান নেতৃবৃন্দ। এই সমস্ত বিষয়গুলি স্মারকলিপিতেও উল্লেখ করা হয়েছে।
Comments :0