Indian Football Team

থাইল্যান্ড ম্যাচের দল ঘোষণা ভারতের

খেলা

India announced their squad against Thailand

আগামী ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের আগে ৪জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেইজন্য কলকাতায় শুরু হবে এর ক্যাম্প। সেই ক্যাম্পে সুযোগ পেয়েছেন একজন মাত্র বাঙালি। বর্ষসেরা ফুটবলার মোহনবাগান অধিনায়ক শুভাশিষ বোস। এছাড়াও ভাল পারফরমেন্স - র পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোহনবাগান স্ট্রাইকার সুহেল ভাট। একনজরে দেখে নেওয়া যাক এই ক্যাম্পে সুযোগ পাওয়া মোট ২৮জন ফুটবলারদের তালিকা।

গোলরক্ষক - অমরিন্দর, বিশাল, গুরমিত ও হৃত্বিক।

ডিফেন্ডার - নওরেম রোশন, রাহুল, চিংলেনসানা, আনোয়ার আলি, বরিস, সন্দেশ, আশীষ, শুভাশিষ ও মেহেতাব।

মিডফিল্ডার - সুরেশ, নাওরেম মহেশ , নিখিল , আয়ুশ , উদান্তা, আপুইয়া, লিস্টন, আশিক , ব্রেন্ডন।

স্ট্রাইকার - সুনীল, ইরফান, চাংতে , মনবীর এবং সুহেল।

Comments :0

Login to leave a comment