'অপারেশন সিঁদুর' আবহে ২৭ টি এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ। নিরাপত্তার স্বার্থেই বন্ধু রাখা হয়েছে পরিষেবা। জানা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকছেবিমান পরিষেবা। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের ২৭ বিমান বন্দর বন্ধ থাকছে। জানা যাচ্ছে প্রায় স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া, আকশা এয়ার, ইন্ডিগো সহ প্রায় ৪০০টি বিমান বন্ধ রাখা হয়েছে। গুজরাটে থেকে কাশ্মীর পর্যন্ত বন্ধ বিমান পরিষেবা। পাকিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি করা হচ্ছে। বন্ধ রয়েছে জম্মু, শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, পাঠানকোট, শিমলা। এছাড়া বন্ধ রয়েছে গুজরাটের ভাতিন্ডা, হলওয়ারা, পোরবন্দর সহ আরও বেশ কিছু বিমানবন্দর। আগামী শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় সাধারণ মানুষ।
airports closed
সীমান্ত লাগোয়া ২৭ বিমান বন্দর বন্ধ করলো ভারত

×
Comments :0