Raiganj

গভীর রাতে রাস্তায় মহিলারা, জলাভূমি বোজাতে এসে ফিরল ডাম্পার

জেলা

বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ

রাতের অন্ধকারে রায়গঞ্জ ডাম্পার দিয়ে জলাশয় ভরাট চলছে। আর তাতেই মানুষের ক্ষোভ। প্রতিবাদ থেকে এবার প্রতিরোধের ডাক নাগরিকদের। 
মাত্র পাঁচ-সাত বছরে শহরের বহু জলাশয় ভরাট হয়ে গেল। 
স্থানীয়রাই বলছেন, কাউন্সিলররা মাটি মাফিয়াদের সঙ্গে সরাসরি যুক্ত। তৃণমূলের কাউন্সিলর থেকে নেতা, কর্মী এমনকি প্রশাসনের কর্তারাও যুক্ত বলে মানুষের অভিযোগ। 
জলাশয় ভরাট করে শহরের বুকে প্রমোটারি শুরু হয়েছে। পৌরসভার ভূমিকায় জনতার ক্ষোভ দানা বেঁধেছে।  সিপিআই(এম)’র অভিযোগ, শহরের বুকে বড়সড় আগুন লাগলে দমকল কর্মীরা জল পাবেন না। একের পর এক ওয়ার্ডে অবৈধভাবে জলাশয় ভরাট হচ্ছে। অথচ নির্বিকার প্রশাসন। 
মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়াতে একের পর এক ডাম্পারে মাটি নিয়ে পুকুর ভরাট করতে গেলে নাগরিকরা বেরিয়ে আসেন রাস্তায়। মহিলারা বেরিয়ে এসে প্রতিবাদ জানান সোচ্চারে। 
এর আগে, রায়গঞ্জ ভুমি রাজস্ব দপ্তরে সিপিআই(এম)’র পক্ষ থেকে কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। পার্টির এরিয়া সম্পাদক তীর্থ দাস বলেন,  ‘‘শাসক দলের মদতপুষ্ট কিছু লোক রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জলাজমি ভরাট করছে। রাতের অন্ধকারে বিভিন্ন ওয়ার্ডে, টিনের ঘেরা দিয়ে আবর্জনার স্তুপ ফেলে যথেচ্ছ ভাবে জলাশয় ভরাট করছে।’’
জলাভূমি ভরাটের বিরুদ্ধে নাগরিকদের প্রতিবাদে শামিল রয়েছে সিপিআই(এম)। 

Comments :0

Login to leave a comment