Uefa champions league

আর্সেনালকে হারিয়ে ফাইনালে পিএসজি

খেলা

PSG reached to the final ছবি সৌজন্য ইউসিএল অফিসিয়াল ফেসবুক পেজ

বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমির দ্বিতীয় পর্বের ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারাল পিএসজি। দুই পর্ব মিলিয়ে মোট ৩-১ গোলে জিতল পিএসজি। গোল পেলেন ফাব্রিয়ান রুইজ ও হাকিমি। আর্সেনালের গোলদাতা সাকা। প্রথম দিকে আর্সেনাল প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল প্যারিসের দলটির প্রতি। তবে কাউন্টারে চাপ বেশি দিচ্ছিল পিএসজি। কাভারাজলার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পিএসজির ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমা বেশ কয়েকটি ভাল সেভ দেন। মিউনিখের ফাইনালটি মূলত হতে চলেছে দুই গোলরক্ষকদের মধ্যে। যেখানে ইন্টারের সোমার থাকবেন ডোনারুমার বিপরীতে। একটা সময় এসি মিলানে খেলার সময় ডোনারুমা মিলান ডার্বিতে প্রায়শই মুখোমুখি হতেন ইন্টার মিলানের বিরুদ্ধে। মিউনিখে ফের একবার মুখোমুখি হবেন তিনি। এর আগে ৯৩ , ৯৬ ও ২০১২ সালে মিউনিখে ফাইনাল হয়েছিল। প্রথম দুইবার অলিম্পিক স্টেডিয়ামে এবং ২০১২ তে আলিয়াঞ্জ এরিনাতে। তিনবারই নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল ইউরোপ। ৯৩ও ৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মার্সেই ও ডর্টমুন্ড। ২০১২ তে ঘরের মাঠে বায়ার্নকে হারিয়েছিল দ্রোগবার চেলসি। অর্থাৎ মিউনিখের ফাইনালে প্রত্যেকবারই নতুন দল চ্যাম্পিয়ন হয়েছে। তাই ১ জুন পিএসজি চাইবে এই রেকর্ড বজায় রেখেই প্রথমবার চ্যাম্পিয়ন হতে। অন্যদিকে ১৯৬৪ , ৬৫ এবং ২০১০ সালের পর তৃতীয়বার শিরোপা জিততে মরিয়া থাকবে সিমোন ইনজাঘির দল। ২০২৩ সালে ম্যান সিটির কাছে ফাইনাল হারের ক্ষতের দাগকে মুছে ফেলতে চাইবে ইন্টার মিলান।

Comments :0

Login to leave a comment