youngest female cyclist

কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্টের হিসাবে রেকর্ড তারকেশ্বরের ঐন্দ্রিলার

জেলা

অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্টের খেতাব অর্জন করলো তারকেশ্বরের ঐন্দ্রিলা আঢ্য।
ঐন্দ্রিলার বাড়ি তারকেশ্বরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। চলতি বছর তারকেশ্বর মহাবিদ্যালয় থেকে উচ্চামধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঐন্দ্রিলা। বুধবার প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। তার আগেই অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে সোমবার বাড়ি ফেরেন ঐন্দ্রিলা।বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্ট হিসাবে দুটি বেস ক্যাম্প জয়ের রেকর্ড গড়েছে ঐন্দ্রিলা। একটি মাউন্ট মাছাপুচুরে যার উচ্চতা ৩৭০০ মিটার আর একটি অন্নপূর্ণা বেস ক্যাম্প যার উচ্চতা ৪১৩০ মিটার।
গত ২২ শে মার্চ তারকেশ্বর থেকে সাইকেল নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়ের উদ্দেশ্যে বের হন ঐন্দ্রিলা। গত ১৭ ই এপ্রিল প্রথমে মাউন্ট মাছা পুচুরে বেস ক্যাম্প জয় এবং পরদিন ১৮ ই এপ্রিল অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলার এই বিশ্ব রেকর্ডে খুশি তার পরিবার ও তারকেশ্বর বাসী। এলাকার বাসিন্দারা ফুলের মালা দিয়ে শুভেচ্ছায় দেন। ঐন্দ্রিলার দাবি মেয়েরা একা বাইরে বেরিয়ে যাতে সুরক্ষিত থাকে সেই বার্তায় দিতে চেয়েছেন সমাজকে।

Comments :0

Login to leave a comment