Uttarakhand Helicopter Crash

উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট সহ মৃত ৬

জাতীয়

বৃহস্পতিবার সকালে উত্তরখণ্ডের উত্তরকাশির কাছে পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই দুর্ঘটনায় পাইলট সহ ৬ জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারে ৭ জন ছিলেন। ১ জন গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারটি ভেঙে পড়ার কথা নিশ্চিত করেছে উত্তরকাশী জেলা প্রশাসন। জানা গেছে, যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানি পৌঁছানোর কথা ছিল। তার আগেই গংনানীতে দুর্ঘটনাটি ঘটে। 
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজন মহিলা পর্যটক ছিলেন। পুলিশ জানিয়েছে তাঁদের নাম কালা সোনি(৬১), বিজয়া রেড্ডি(৫৭), রুচি আগরওয়াল(৫৬)। মুম্বাইয়ের বাসিন্দা, উত্তর প্রদেশের বাসিন্দা  রাধা আগরওয়াল(৭৯)। বেদাবতী কুমারী(৪৮)অন্ধ্র প্রদেশের বাসিন্দা। ৬০ বছর বয়সী পাইলট রবিন সিংও দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন। ৫১ বছর বয়সী অন্ধ্র প্রদেশের বাসিন্দা ভাস্কর আহত হয়েছেন তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে খবর, চার ধাম যাত্রার দর্শনার্থীদের নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে বেসরকারি সংস্থার ওই হেলিকপ্টারটি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজে নামেন। ঘটনাস্থলে পৌছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, অ্যাম্বুলেন্স, এবং সেনা বাহিনীও।  হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ এখনও পষ্ট নয়। 
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, উত্তরকাশীর গাঙ্গানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। উদ্ধার কাজের জন্য এসডিআরএফ এবং জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আহতের চিকিৎসায় সবরকম ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment